দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াসহ ১৩ জেলায় বিদেশগামীদের নমুনা সংগ্রহ আজ (২০ জুলাই) থেকে বিদেশগামী বাংলাদেশিদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জেলাগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট। নমুনা সংগ্রহের স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিদেশে গমনেচ্ছু যাত্রীদের যাত্রা শুরুর৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। এ সময় পাসপোর্ট ও টিকেটের অনুলিপি দিতে হবে। দেখাতে হবে মূল পাসপোর্ট ও টিকেট। নমুনা পরীক্ষার জন্য প্রত্যেককে দিতে হবে ৩৫০০ টাকা।
সংগৃহীত নমুনা সরকারি ল্যাবে পরীক্ষা করা হবে যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে।
বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশযাত্রায় কোভিড-১৯ পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ বাধ্যতামূলক করেছে সরকার।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি