December 22, 2024, 3:16 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মুত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬৮ জনে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৯২৮ জন। ফলে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে।
সোমবার (২০ জুলাই) দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
দেশে গত ৮ই মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply