January 8, 2025, 11:45 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনাভাইরাসে দেশে চব্বিশ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৬২৫ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৪৫৯ জনের শরীরে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১৮ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে নতুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.১৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৫৯ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২৯ জন পুরুষ, আটজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৫ জনের, চট্টগ্রাম বিভাগে আটজনের, খুলনা বিভাগে সাতজনের, রাজশাহী বিভাগে তিনজনের, সিলেট বিভাগে দুজনের এবং একজন করে মৃত্যু হয়েছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে।
সবশেষ একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ৬০৯ জনকে, ছাড় পেয়েছেন ৫১৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৫৯১ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৬৮৬ জনের, ছাড় পেয়েছেন ২ হাজার ৫২৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৯ হাজার ৮৫৪ জন।
Leave a Reply