December 22, 2024, 12:58 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
আজ সেই বিস্ময়কর রোববার! (১৯ জুলাই) খালি চোখেই পৃথিবীর মানুষ দেখতে পাবে পাঁচটি গ্রহ। মহাজাগতিক এ ঘটনাটি হাতেগোনা অসংখ্য ঘটনার একটি যা মানুষ প্রত্যক্ষ করবে নিজেদের মতো করে। চাঁদের সঙ্গে আরও পাঁচটি গ্রহকে দেখা যাবে একদম খালি চোখে। অর্থাৎ, শত কোটি মাইল দূরের গ্রহগুলো দেখতে কোনও টেলিস্কোপের দরকার পড়বে না।
গ্রহগুলো হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। গবেষকরা জানিয়েছেন, খালি চোখে পাঁচটি গ্রহ দেখতে পাওয়া যাবে সূর্য ওঠার অন্তত এক ঘণ্টা আগে। দ্বিতীয় সুযোগ আসবে 2০২২ সালের জুন মাসে।
মহাকাশ গবেষক জেফরি হান্ট মার্কিন সংবাদমাধ্যম সিনেট-কে জানিয়েছেন, রোববার ভোরে পাঁচটি গ্রহকে নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে দেখা যাবে আকাশে। বুধ গ্রহকে দেখা যাবে উত্তর-উত্তরপশ্চিম দিকে, শুক্র থাকবে পূর্ব-উত্তরপূর্ব আকাশের নিচের দিকে, দক্ষিণ-পূর্বে একাকী দেখা যাবে মঙ্গলকে, আর দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে।
Leave a Reply