December 22, 2024, 12:12 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ফেরি সংকটে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। ১৮টি ফেরির মধ্যে মাত্র ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে এপাড়-ওপাড়ে পড়ে থাকছে শত শত যানবাহন।
অপরদিকে মাওয়া-কাওড়াকান্দী রুটের গাড়ি এ পথে আসায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া নদীতে প্রবল স্রোত থাকার কারণে নির্ধারিত নৌ-পথ দিয়ে ফেরিগুলো চলাচল করতে পারছে না। স্রোতের বিপরীতে চলাচলে ফেরিগুলোর সময় বেশি লাগায় ট্রিপ সংখ্যা কমে গেছে অনেক। ফলে পাটুরিয়ায় শতশত যানবাহন আটকা পড়েছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ -পরিবহন করপোরেশন (বিআইিব্লিউটিসি)’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। এছাড়া ফেরি স্বল্পতাও রয়েছে এ নৌ বহরে।
তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে মাত্র ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আর মাত্র দুইটি রো রো এখানে সংযুক্ত করতে পারলে ঘাটে কোন সমস্যা থাকবে না।
Leave a Reply