December 22, 2024, 8:18 pm
ফাদ শাহরিয়ার সিদ্দিকী সৌম্য/
কুষ্টিয়ায় করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ১০৪৬ এ। চিকিৎসা বিশেষজ্ঞগণ মাসেই এ জেলাতে এই পরিমাণ দিগুণের আশঙ্কা করছেন। গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছে আরো ৪৩। মারা গেছেন একজন চিকিৎসক। মৃতের পরিমাণ ২২।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান বৃদ্ধির সংখ্যা ভালো কিছু ইঙ্গিত করছে না। তিনি জানান ২২ মার্চ কেন্দ্র পয়েন্ট ধরে এগুলো দেখা যাবে যখনই জেলায় জনসমাগম বেড়েছ তখনই করোনা রোগী বেড়েছে। গত ঈদের আগে প্রত্যক্ষ করা গিয়েছিল। দু:খের বিষয় সেই একই ঘটনার পুণরাবৃত্তি ঘটেছে এই ঈদের আগেও।
ডাক্তার তাপস সাধারন মানুষের মধ্যে সচেতনতার অভাবকেও চরমভাবে এ বির্পযয়ের জন্য দায়ি বলে মনে করেন।
সমস্য হলো ব্যবসা-বাণিজ্য খুলে দেয়ার কারনে জনসমাগম বেড়েছে। কিন্তু প্রশ্ন ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে কতদিন চলা সম্ভব। ছোট জেলার প্রাণ হলো এখানকার ক্ষুদ্র ও মাঝারী ব্যবসা বাণিজ্য। একটি বড় অংশের মানুষের জীবীকারও একটি অংশ এই ব্যবসা।
কম্পিউটার ব্যবসায়ী ও কুষ্টিয়া চেম্বার অব কর্মাসের পরিচালক এ এমএম রোকনুজ্জামান মনে করেন ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেই কারোনা কমাতে হবে তাহলে ব্যবসার বিকল্প কি হতে পারে সেটা জানা দরকার।
তিনি বলেন ব্যবসায়াীরা সচেতনভাবে পরিবেশ তৈরি করেই ব্যবসা ওপেন করেছে। জনগন যদি সচেতনভাবে এগিয়ে আসে তাহলেই ভাল পরিবেশ তৈরি করা সম্ভব।
কুষ্টিয়া চেম্বারের সভাপতি হাজি রবিউল ইসলাম মনে করেন এই রোগটি একটি সংক্রামিত রোগ। একে অপরে যদি সচেতন না হই তাহলে কোন সঠিক মুক্তির বার্তা নেই। তিনি বলেন অনেকে ঘরে থেকেও তো আক্রান্ত হয়েছেন। তারা কিভাবে হয়েছে। বিষয় হলো এটা নির্ভর করছে একজন মানুষ আরেকজন সংক্রামিত মানুষের স্পর্শে যাচ্ছেন কিনা।
তিনি সবাইকে সচেতনভাবে নিয়ম কানুনগুলো মেনে চলাফেরার পরামর্শ দেন।
Leave a Reply