December 22, 2024, 8:40 pm
দৈনিক কুষ্টিয়া ক্রীড়াঙ্গন/
লা লিগার ইতিহাসের রেকর্ড স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। লিগের ৩৭তম রাউন্ডের ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করলো জিনেদিন জিদানের শিষ্যরা। এটি রিয়ালের ৩৪তম লিগ শিরোপা। দুই মৌসুম পর আবারও শিরোপা পুনরুদ্ধার করলো গ্যালাকটিকোরা। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল।
ব্যবধান চলছিল কয়েক ম্যাচ ধরেই। তবে পয়েন্ট ছিল মাত্র ৪। সমীকরণ বলছিল লিগার শিরোপা ঘরে তোলা সময়ের ব্যাপার হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদের জন্য। তবে জিদান শিষ্যরা এক ম্যাচ বাকি থাকতেই লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলল। বৃহস্পতিবার আলফ্রেডো ডি স্টেফানো মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
তবে ম্যাচ একেবারেই সহজ ছিল তা নয়। ঘাম ঝড়েছে। প্রথমার্ধে আর গোল হয়নি। ম্যাচের ৭৭ মিনিটে ভিয়ারিয়ালের ডি-বক্সে সার্জিও রামোস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি কিক নিতে এসে আলতো করে বল বাড়ান রামোস। তার বাড়ানো বলে শট নিতে বেনজেমা আগেই ডি-বক্সে ঢুকে পড়ায় আবার পেনাল্টি শট নিতে হয় রিয়ালকে।
Leave a Reply