December 22, 2024, 8:29 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্থ সংস্থার কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগীদের মাঝে জরুরী খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। মাশউক এর “এমারজেন্সি লাইভলিহুড সাপর্ট ফর দি করোনা এক্সপোস্ড পোর ফেমিলি অব মাশউক’স ক্রেডিট প্রোগ্রাম এট কুষ্টিয়া, বাংলাদেশ্” শির্ষক প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাশউকের জেনারেল সেক্রেটারী ডাঃ তাহমিনা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রাক্তন জেনারেল সেক্রেটারী ডাঃ একেএম মুনীর ও জেলা সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শাহ্ আবুল আওয়াল, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মাশউক, কুষ্টিয়া।
Leave a Reply