December 22, 2024, 8:35 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
১৭ জুলাই শুক্রবার স্বপ্নের সবুজ বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার স্বপ্নের সবুজীয়ানদের উদ্যোগে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে, কিছু সংখ্যক অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
স্বপ্নের সবুজ বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সকল স্বপ্নের সবুজীয়ানরা কুষ্টিয়া শহরের পৌর গোরস্থানের সামনে, কোর্ট স্টেশনে, মজুমপুর বাসস্ট্যান্ডে, ডিসি কোর্টের সামনে, হরিপুর ব্রিজের নিচে ঘুরে ঘুরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের সবুজ বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক, মোঃ তামিম-উর-রহমান, সদস্য সচিব, মোঃ রাকিবুল হাসান (রিকো), সদস্য, মীর নাসের আহমেদ ইমরান, তন্নী খাতুন, সুকুমার বিশ্বাস, শরিফুল ইসলাম, সৌরব প্রতীক, নুরুন নাহার প্রমূখ। খাবার বিতরণ শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় স্বপ্নের সবুজ বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান (রিকো) বলেন, করোনা ভাইরাস জনিত সংকট মোকাবেলায় তাঁদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্বপ্নের সবুজ বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি সেচ্ছাসেবী সংগঠন।
Leave a Reply