December 22, 2024, 4:41 pm
হুমায়ুন কবির/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বৃজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সেলিম আলতাফ জর্জ । শুক্রবার (১৭ জুলাই) কুমারখালী জিসি টু গোপকগ্রাম জিসি সড়কের ১১০০ মিটার ও ২৫ মিটার পিসি গার্ডার বৃজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এটি নিমার্ণে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় হবে।
এটি তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া ০৪। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, জেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু প্রমূখ।
উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে,খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বৃজটি নির্মিত হবে। কাজের সমাপ্তির কথা রয়েছে ২০২১ সালের ২৭ ফেয্রুয়ারি।
Leave a Reply