December 22, 2024, 8:06 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিরোজ মাহমুদ সবদুল নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে।
গেল বুধবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া গ্রামে মারা যান তিনি। মৃত ফিরোজ মাহমুদ সবদুল (৪৫)একই গ্রামের খাদেমুল ইসলাম মণ্ডলের ছেলে। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়রা জানান, ফিরোজ মাহমুদ সবদুল গোপালগঞ্জ জেলায় ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে থাকাকালে তিনি জ্বর, সর্দি ও কাঁশিতে ভুগছিলেন। পরে বাড়িতে এসে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গেল বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। রাতেই স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আমহেদ সাঈদ জানান, ফিরোজ মাহমুদ সবদুল করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল।
Leave a Reply