December 22, 2024, 8:07 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) জেলা পুলিশকে পেশাদারিত্বের চরম উৎকর্ষতা দিয়ে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন কোনক্রমেই পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কাজ করা যাবে না। তিনি ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা’র নির্দেশনা মোতাবেক পুলিশের বর্তমান ভাবমুর্তি অক্ষুন্ন রাখাসহ সমাজকে মাদক ও দূর্নীতি মুক্ত করার জন্য সকল অফিসার/ফোর্সের প্রতি কঠোরভাবে হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি ১৬ জুলাই জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স কুষ্টিয়ার মুক্তমঞ্চে জেলার সকল পুলিশ ইউনিট ইনচার্জ/অফিসারদের উপস্থিতিতে ব্রিফিং এ একথা বলেন।
পুলিশ সুপার শুরুতে করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে পুলিশী সেবা পৌছে দেওয়া, পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন পুলিশ শুধু সাধারন কোন কর্মে নিযুক্ত চাকুরী নয়। এটি পুরোপুরি বিশেষ কাজের দায়িত্বে নিয়োজিত একটি পেশাদারী প্রতিষ্ঠান। এখানে পেশাদারিত্ব সবথেকে গুরুত্ব পায়।
Leave a Reply