December 23, 2024, 1:50 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় দুই আনসার সদস্যসহ নতুন করে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২৩ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০২ জন ও মারা গেছেন ৩ জন।
আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ১৬ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৮ জন, জীবননগরের ৫ জন, আলমডাঙ্গার ১ জন ও দামুড়হুদার দর্শনায় ২ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ১ জন,থানা কাউন্সিল পাড়ার ৩ জন, গুলশান পাড়ার ১ জন, দৌলাতদিয়াড়ের ১ জন ও ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের ২ জন সদস্য, আলমডাঙ্গার নহরদিয়া দূর্গাপুরের ১ জন, দর্শনা কেরু অফিসার্স মেসের ২ জন, জীবননগরের বাঁকার ৩ জন, মনোহরপুরের ১ জন ও দৌলতগঞ্জের ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। এদের বয়স ২৩ থেকে ৬৩ বছরের মধ্যে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১০১ জন এবং ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২ জন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩২৩ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০২ জন ও মারা গেছেন ৩ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয় ৩ জনকে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
Leave a Reply