December 23, 2024, 2:44 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এই প্রথম রেলের র্যাকে শুকনা মরিচের বড় চালান আমদানি করা হয়েছে।
ভারতের অন্ধ্র প্রদেশ থেকে ৩৮০ টন শুকনো মরিচ ভর্তি ১৮টি উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন পার্সেল ভ্যানের একটি বিশেষ ট্রেনটি বেনাপোল বন্দরে এসে পৌঁছায় সোমবার বিকেলে।
শুকনো মরিচবাহী এই ট্রেন ভারতের গুন্টুরের রেড্ডিপালেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ১৩৭২ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে।
চালনটির আমদানিকারক রাফসান ট্রেডার্স, সাতক্ষীরা ও হাফিজ কর্পোরেশন, ঢাকা। বেনাপোলের আলম এন্টারপ্রাইজ ও মোশারেফ ট্রেডার্স সিঅ্যান্ডএফ এজেন্ট পণ্য চালানটি ছাড় করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করেছে।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম বলেন, চালনটির শুল্কায়ন ও খালাস করার জন্য কাস্টমস কর্মকর্তারা কাজ করেছেন।
Leave a Reply