দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান এ সাজা দেন।
দন্ড প্রাপ্ত ব্যাক্তিরা হলো ,নন্দলাল পুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের বাসিন্দা শিহাব (২৪) ও জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা মোঃ পলাশ শেখ (২৭)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ছনপুকুরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী দুই ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
এম এ মুহাইমিন আর জিহান বলেন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি