দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সান্দিয়ারা গ্রামে গত ৬ জুলাই আওয়ামীলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত বিল্লাল হত্যা মামলার প্রধান আসামী খোরশেদ আলম মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাসান ও এএসআই বাসারের নেতৃত্বে উত্তরা ৭ নং সেক্টরের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ঐ রাতেই তাকে কুষ্টিয়া নিয়ে আসা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট কোটে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
ঐ ঘটনায় মোট ১২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সবাই এখন জেলে।
কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান আওয়ামীলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত বিল্লাল হোসেন নামে একজন নিহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি ও পুলিশ বাদী হয়ে আরো একটি করে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি