December 23, 2024, 5:28 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৮ ঘন্টায় আরো ৩৬ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। জেলার ৬ উপজেলায় করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৯৬৬।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ জুলাই মোট ৩৫৮ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ছিল ২০৩। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২১ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালি উপজেলার ৪ জন, খোকসা উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলার ১ জন ও মিরপুর উপজেলায় ২ জন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২১ জনের মধ্যে হাউজিং এ বøক ১ জন, আলফার মোড় ১ জন, থানাপাড়া ৪ জন, টালিপাড়া ১ জন, স্বস্তিপুর ১ জন, জটপাড়া ১ জন, হাউজিং ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, কুমারগাড়া ১ জন, চৌড়হাস ২ জন, ত্রিমহনী ১ জন, লাহিনীপাড়া ১ জন, কালিশংকরপুর ১ জন, কুষ্টিয়া সদর ১ জন, রাজার হাট মোড় ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে আল্লারদরগা ১ জন, ডাচবাংলা ব্যাংক ১ জন, হোগলবাড়িয়া ১ জন, উপজেলা পরিষদ ১ জন, গরবাড়িয়া ১ জন । মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জন পোড়াদহ ও নওদাপাড়ার। খোকসা উপজেলার আক্রান্ত ৩ জন ওসমানপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জানিপুরের। কুমারখালি উপজেলার আক্রান্ত ৪ জনের ঠিকানা সদকি, উপজেলা পরিষদ কোয়ার্টার, লক্ষীপুর, অগ্রণী ব্যাংক। ভেড়ামারা উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা ঠাকুর দৌলতপুর।
এ ছাড়াও পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার ৪৩, ঝিনাইদহ ৮৭, মেহেরপুর ১৯, নড়াইলের ৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১০ জন, ঝিনাইদহ জেলায় ৩৭ জন, মেহেরপুর জেলায় ৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
Leave a Reply