December 23, 2024, 5:58 am
ঢাকাব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
সারাদেশের সব অধস্তন আদালতে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে ৪০ কার্যদিবসে মোট ৫৪ হাজার ৬৬৭ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। এক লাখ ৭ হাজার ৩৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে এসব আসামিদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
গত ৯ মে ভার্চ্যুয়াল কোর্টে শুনানির জন্য অধ্যাদেশ জারি করা হয়। পরদিন ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা করেন প্রধান বিচারপতি।
ওইদিনই নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। ১১ মে প্রথমবারের মতো কুমিল্লার আদালতে এক আসামির জামিন হয়।
Leave a Reply