December 22, 2024, 9:51 pm
হুমায়ুন কবির/
“মহামারি কেভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ জুলাই কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খোকসা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, চলামান করোনাভাইরাসকালীন সিজারিয়া এর পরিবর্তে নরমাল ডেলিভারি অনেক বেড়েছে। এটা খুব ভালো একটি খবর। সেই সাথে জনসংখ্যা নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকারের সকল পদক্ষেপ যথাযথভাবে পালন করে যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মীরা। পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তা কর্মচারীরা একসাথে টিমওয়ার্ক করে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আরো সুফলে জনগনের পাশে দাঁড়াবে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় পাঁচজনকে পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার।
Leave a Reply