January 2, 2025, 11:13 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ১১ জুলাই ২৪ ঘন্টার ৬৭ নমুনা পরীক্ষার ফলাপলে নতুন আক্রান্ত ৯ পাওয়া গেছে ১১ জন। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৩০।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের কুষ্টিয়া ছাড়াও ঝিনাইদহের ৪৭, মেহেরপুরের ৪, নড়াইলের ৫৫ নমুনা পরীক্ষা করা হয়।এর মধ্যে ঝিনাইদহ জেলায় ২৬ জন, মেহেরপুর জেলায় ৩ জন ও নড়াইল জেলায় ১৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলায় আক্রান্তদের মধ্যে কুমারখালি উপজেলার ৯ জন ও ভেড়ামারা উপজেলায় ২ জন।
ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের বাাড়ি বামনপাড়া ও পূর্ব ভেড়ামারা।
কুমারখালি উপজেলার আক্রান্ত ৯ জনের মধ্যে আলাউদ্দিন নগর ১ জন, বারুলিয়া ১ জন, খয়েরচারা ১ জন, সেরকান্দি ৩ জন, তেবাড়িয়া ১ জন, পন্টির ওয়াসি ১ জন, উপজেলা স্বাস্থ্য ভবনের ১ জন।
Leave a Reply