January 9, 2025, 10:40 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
সাধারণ মানুষের উদাসীনতার কারণে চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধি অমান্য, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক পরিধানের প্রবণতা কম থাকায় করোনার সংক্রমন বৃদ্ধি পাচ্ছে চুয়াডাঙ্গার শহর ও গ্রামাঞ্চলেও। গেল ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে এক চিকিৎসকসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬৯ জন ও মারা গেছেন ৩ জন।
আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ১১ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৫ জন ও দামুড়হুদা উপজেলার ২ জন। নতুন আক্রান্তদের মধ্যে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার করোনা আক্রান্ত একজন স্বাস্থ্য সহকারীর মা ও তার ৬ বছর বয়সের মেয়ে, ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার মালোপাড়ার আরা হালদার স্ত্রী ও বোন জামাই, কোটালি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ্ প্রোভাইডার এক নারী সদস্য, শহরের সিনিমো হল পাড়ার ঢাকা ফেরত ৫৫ বছর বয়সের এক ব্যক্তি, আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের স্বামী ও স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল রোববার। তাদের সংস্পর্শে এসে নতুন করে আক্রান্ত হয়েছেন মেয়ে ও নাতি ছেলে, আলমডাঙ্গা শহরের মিয়াপাড়ার ৩৭ বছর বয়সের একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, হারদি গ্রামের ৬০ বছর বয়সের এবং গড়চাপড়া গ্রামের ৬৫ বছর বয়সের দুই নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ও বাকীরা নিজ বাড়িতে আছেন। এছাড়া নতুন আক্রান্তসহ সদর হাসপাতাল আইসোলেশনে ও হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৯৫ জন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৬৯ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬৯ জন ও মারা গেছেন ৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে তিনজনকে।সেখান থেকে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন একজন। বাকীরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply