January 15, 2025, 4:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আরো ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এরা শনাক্ত হয়েছে ৮ জুলাই, বুধবার। জেলার ৬ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩৮।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮ জুলাই মোট ৩৭৬ টি নমুনার (কুষ্টিয়া ১৬৫, চুয়াডাঙ্গা ৬২, ঝিনাইদহ ৭৭, মেহেরপুর ২৪, নড়াইল ৪৮) পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ৩৫ জন নতুন করোনা সনাক্ত হয়। এদের মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, খোকসা উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জন।
এছাড়া, চুয়াডাঙ্গা জেলায় ৭ জন, মেহেরপুর জেলায় ২ জন, ঝিনাইদহ জেলায় ৩৩ জন ও নড়াইল জেলায় ২০ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের মধ্যে পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ১ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, কোর্টপাড়া ১ জন, বড়াইলছাড়া ১ জন, কেজেএইচ ১ জন, পিয়ারাতলা ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ৪ জন, বটতৈল ১ জন, সনো হসপিটাল ২ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, পুরাতন কুষ্টিয়া ১ জন, হরিশংকরপুর ২ জন, জুগিয়া ১ জন, মজমপুর ১ জন, কেসওয়ালি পাড়া মোহিনি মিল ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে খা পাড়া ১, পাইলট স্কুল ১ ও মাস্টারপাড়া ১। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মিরপুর ৬।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি রাজিনাথপুর ও কাদিরপুর।
ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা ১৬ দাগ ও জগসসর।
Leave a Reply