দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ৬ জুলাই নতুন আরো ৪৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৬টি উপজেলায় কোভিড-১৯ এ মোট আক্রান্ত ৭৬৫ তে পৌঁছুলো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬ জুলাই মোট ৩২৯টি নমুনা (কুষ্টিয়া ১৪০, চুয়াডাঙ্গা ৭, ঝিনাইদহ ৭৬, মেহেরপুর ২২, নড়াইল ৮৪) পরীক্ষা করা হয়।
এর মধ্যে কুষ্টিয়ায় ৪৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়। যার মধ্যে জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩৫ জন, কুমারখালী উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলার ৭ জন ও মিরপুর উপজেলায় ৩ জন।
এছাড়াও অন্য জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ২ জন, মেহেরপুর জেলায় ২ জন, ঝিনাইদহ জেলায় ২৪ জন ও নড়াইল জেলায় ২৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে হরিপুর ২ জন, রাজু আহমেদ সড়ক ১ জন, বাঁশগ্রাম ১ জন, পূর্ব মজমপুর ২ জন, কালিশংকরপুর ৩ জন, উজানগ্রাম ১জন, কমলাপুর ১ জন, টাকিমারা ১ জন, বেলগড়িয়া ১ জন, লুতফুর মঞ্জিল রোড ১ জন, কুশলিবাস ১ জন, চৌড়হাস ১ জন, বাড়াদি ১ জন, কুমারগাড়া ২ জন, মিনাপাড়া ১ জন, বড় আইলচারা ১ জন, ঢাকা ঝালপাড়া ১ জন, শিয়ালদহ ১ জন, হাউজিং ব্লক বি ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, এনএস রোড ১ জন, গোশালারোড ৩ জন, কোর্টপাড়া ২ জন, সকাল সন্ধ্যা গলি ৩ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৭ জনের মধ্যে আল্লারদরগা ১ জন, মহেসকুন্ডি ১ জন, পুলিশ ক্যাম্প খলিশাকুন্ডি ৫ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের মধ্যে অগ্রণী ব্যাংক ১ জন, কুনন্ডুপাড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে কল্যাণপুর ১ জন, নওয়াপাড়া ২ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি