December 21, 2024, 8:56 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশের শাহ রাফায়াত চৌধুরী ডায়না অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। যুক্তরাজ্যের সাবেক এই প্রিন্সেসের নামে তার দুই ছেলে পুরষ্কারটি প্রর্বতন করেন।
দৃষ্টি, সামাজিক প্রভাব, অন্যকে অনুপ্রাণিত করা, নেতৃত্ব এবং পরিষেবা যাত্রা—এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে ২০২০ সালের এই অ্যাওয়ার্ডের জন্য ১০০ জনের নাম মনোনীত করা হয়। ডায়না অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের প্রধান নির্বাহী টেসি ওজো এক বিজ্ঞপ্তিতে বলেন, এই পুরস্কার আরও তরুণদের এ ধরনের নেতৃত্বমূলক কাজে উৎসাহিত করবে, একটি ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
২৪ বছর বয়সী বাংলাদেশি তরুণ শাহ রাফায়াত চৌধুরী পরিবেশ রক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য এই পুরস্কার পান। শাহ রাফায়াতকে এই পুরস্কার দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এই তরুণ নানা ধরনের জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা পালন করেছেন। তাঁর উদ্যোগে মোট ১৩ টি সামাজিক উদ্যোগ ও প্রচারণা কার্যক্রম চলেছে। করপোরেট প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়িত্ব পালন তহবিলের সহায়তায় তিনি গরিব মানুষদের নিরাপদ পানি দেওয়ার কাজ করেছেন, যার মাধ্যমে ৭৫ হাজার মানুষ নিরাপদ পানি পেয়েছে। রাফায়াত পরিবেশ অর্থনীতি ও নীতি বিষয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শাহ রাফায়াত চৌধুরী ফুটস্টেপস বাংলাদেশ নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িক্ত পালন করে যাচ্ছেন। এই সামাজিক সংগঠন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে নিরন্তর কাজ করে যাচ্ছেন। এই দূর্যোগ কালিন সময়ে প্রায় বিশ হাজার মানুষ কে পত্রাক্ষ ও পরোক্ষ ভাবে ত্রাণ বিতরন করেন এবং আম্ফানে ক্ষতিগ্রস্থ অঞ্চলে ঘর নির্মান সহ নানান কর্মসূচি পরিচালনা করেন। সমাজের তৃণমূল পর্যায়ে দলিত প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন এই তরুন।
Leave a Reply