December 22, 2024, 2:45 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মেহেরপুর/
রাজনৈতিক বির্তক ওঠায় মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পাওয়ার এক সপ্তাহের মধ্যে বাদ পড়লেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। তার জায়গায় মেহেরপুরের নতুন ডিসি নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খান।
শহিদুল ইসলামের নিয়োগ বাতিল ও মুনসুর আলমকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
গত ২৫ জুন ঢাকা, মেহেরপুরসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছিল সরকার। ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম মেহেরপুরের ডিসি নিয়োগ পান।
শহিদুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতেন বলে তার ডিসি নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।
এই প্রেক্ষাপটে তার ওই নিয়োগ আদেশটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Leave a Reply