December 22, 2024, 3:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় পদ্মা-গড়াই মোহনায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। বুধবার (১ জুলাই) তিনি এ কর্মসূচীর উদ্ধোধন করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান গড়াই খনন প্রকল্পের ভূমি উন্নয়ন কর্মসূচীর আওতায় গড়াই উপক‚লের মহানগর ট্যাকে গড়াই ও পদ্মা নদীর মিলনস্থল সহ গড়াউ ক‚লের উদ্ধারকৃত ভূমি উন্নয়নের অংশ হিসেবে বনায়ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এখানে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির বৃক্ষ রোপন করে বনায়ন গড়ে তোলা হবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু, গড়াই খনন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তাজবির হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এসময় কবির বিন আনোয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রেট ম্যানগ্রোভ সুন্দরবনসহ এই জনপদের জীব বৈচিত্র রক্ষায় শেখ হাসিনা সরকারের গৃহীত কর্মসূচী বিষয়ে আলোকপাতা করেন। তিনি বলেন গড়াইকে রক্ষা করতে হবে। গড়াই বাঁচলে সুন্দরবন বাঁচবে। আগামী ২০২২ সাল পর্যন্ত চলমান এই প্রকল্প বাস্তবায়ন হলে গড়াইয়ের দুইধার সংরক্ষনের মাধ্যমে বিলীন হয়ে যাওয়া ভূমি উদ্ধারের পাশাপাশি বহুমুখী সমৃদ্ধি ও সম্ভাবনার দ্বার খুলে যাবে।
তিনি বলেন শিলাইদহ কুঠিবাড়ি, তালবাড়িয়ার ভাঙ্গন এবং গড়াই নদীর তীরবর্তী ভাঙ্গন কবলিত ঝুঁিক নিরসনে ইতোমধ্যে প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি বলেন উদ্ধারকৃত জমিতে ড্রেজিং ষ্টেশন, রেষ্ট হাউস, ইকোপার্ক গড়ে তোলাসহ সরকারী বহুমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা যাচাইও সম্পন্ন হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার একটি সুত্র জানায় ২০১৯-২০অর্থ বছরে প্রায় ৬৯লক্ষ টাকা প্রাক্কলন ব্যয়ে কুষ্টিয়া সদর উপজেলার মহানগর ট্যাকে গড়াই ও পদ্মা নদীর মিলনস্থলের ডান তীরে ড্রেজড ম্যাটেরিয়াল বা খননকৃত মাটি/বালি সংরক্ষনের জন্য ৩শ মিটার স্লোপ প্রতিরক্ষা কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply