December 22, 2024, 3:31 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২ জুলাই আরো ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬ টি উপজেলায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬৮২।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২ জুলাই মোট ৩৬৭ টি নমুনার (কুষ্টিয়া ১৩৮, চুয়াডাঙ্গা ৪৭, ঝিনাইদহ ৫১, মেহেরপুর ১৯, নড়াইল ১১০, গোপালগঞ্জ ১, যশোর ১) পরীক্ষা করা হয়।
এর মধ্যে কুষ্টিয়ার ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
নড়াইল জেলায় ৩০ জন, চুয়াডাঙ্গা জেলায় ৮ জন, মেহেরপুর জেলায় ৭ জন, ঝিনাইদহ জেলায় ১২ জন ও গোপালগঞ্জ জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়ায় আক্রান্তদের ম্েযধ কুষ্টিয়া সদর উপজেলার ১৯ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলার ৩ জন, খোকসা উপজেলায় ২ জন ও মিরপুর উপজেলায় ১ মোট ২৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে পেয়ারাতলা ২ জন, হাউজিং ডি বøক ১ জন, উত্তর আমলাপাড়া ১ জন, হরিপুর ১ জন, পূর্ব মজমপুর ১ জন, আমলাপাড়া ১ জন, আলাউদ্দিন নগর ১ জন, বানিয়াপাড়া ১ জন, কুমারগাড়া ১ জন, পান্টি ১ জন, মজমপুর ১ জন, র্যাবগলি ১ জন, ঈদগা পাড়া ১ জন, বড়িয়া ১ জন, থানাপাড়া ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন, কালিশংকরপুর ২ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের অঞ্জনগাছি।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন, মালিপাড়া ১ জন, আল্লারদরগা ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি সালঘরমাধুয়া।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
Leave a Reply