January 15, 2025, 10:36 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি কাওছার আলী শাহ’র (৬৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। কাওছার আলী শাহ দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিন চাঁদপুর গ্রামের মৃত বদর উদ্দিন শাহের ছেলে।
এদিকে, গেল ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় নতুন করে দুই নারীসহ ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩১ জন ও মারা গেছেন ৩ জন।
বুধবার ১ জুণাই সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার ১ জন, সদর উপজেলার গোবরগাড়া গ্রামের ১ জন, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার ১ জন, দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের ১ জন ও দশমীপাড়ার ১ জন এবং জীবননগর পৌর এলাকার শাপলাকলি পাড়ার ১ জন ও বেনীপুরের ১ জন। আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী এবং এদের বয়স ৩০ থেকে ৭৩ এর ভিতর। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২২ জন, সুস্থ হয়েছে ১৩১ জন এবং মৃত্যুবরণ করেছে ৩ জন। তিনি আরও জানান, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ২৮ জন ভর্তি আছে এবং ৬১ জন নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে ৪২৩ জন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান,করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কাওছার আলী শাহ কয়েকদিন ধরে সর্দি কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। তিনি গত সোমবার দামুড়হুদা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনাও দিয়েছিলন। নমুনা সংগ্রহ করার পর পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। রিপার্ট আসার আগই তিনি নিজ বাসায় মারা যান ।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২২২ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩১ জন ও মারা গেছেন ৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে।সেখান থেকে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
Leave a Reply