দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনায় খুলনা বিভাগের ১০ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮৬০। নতুন করে শনাক্ত হয়েছে ২৫৬ জন। এ ছাড়া বিভাগে এই রোগে নতুন করে মৃত্যু হয়েছে আরও তিনজনের। মোট মৃত ৫৫ জন।
রোববার (২৮ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে এসব জানা যায়।
এদিকে বিভাগের মোট রোগীর অর্ধেকই প্রায় খুলনা জেলার। এ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৮৪। অর্থাৎ বিভাগের প্রায় ৩৫ শতাংশ রোগী খুলনা নগরের।
খুলনার পরেই আছে কুষ্টিয়া। এ জেলায় মোট আক্রান্ত ৫৪১। মৃত্যুর হারে কুষ্টিয়া তৃতীয়।
বিভাগে নতুন সংক্রমিত ২৫৬ জন (২৭ জুন)। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৩৩ জন, বাগেরহাটে ২১, সাতক্ষীরায় ১৫, যশোরে ৮, ঝিনাইদহে ২০, মাগুরায় ২২, নড়াইলে ১৩, কুষ্টিয়ায় ৬, চুয়াডাঙ্গায় ৭ ও মেহেরপুরে ১১ জন।
এ পর্যন্ত বিভাগের সকল জেলায় মোট সংক্রমিত হয়েছে খুলনায় ১ হাজার ৬৮৪ জন, বাগেরহাটে ১৮৭, সাতক্ষীরায় ১৭৪, যশোরে ৫২২, ঝিনাইদহে ১৮৫, মাগুরায় ১১৯, নড়াইলে ১৬৬, কুষ্টিয়ায় ৫৪১, চুয়াডাঙ্গায় ২১২ ও মেহেরপুরে ৭০ জন।
অধিদপ্তরের তথ্যে দেখা যায় বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ২০ জন, যশোর ৮, কুষ্টিয়ায় ৭ ও নড়াইলে ৬ জন রয়েছেন। এ ছাড়া মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে তিনজন এবং ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে রোগী মারা গেছেন।
বিভাগের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন খুলনায় ১৮৬ জন, বাগেরহাটে ৫৯, সাতক্ষীরায় ৪২, যশোরে ১৬৪, ঝিনাইদহে ৭৮, মাগুরায় ৪৫, নড়াইলে ৫৬, কুষ্টিয়ায় ১৭৯, চুয়াডাঙ্গায় ১১৬ ও মেহেরপুরে ২৪ জন।
খুলনা বিভাগের মধ্যে ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হন। পরবর্তী ৭৩ দিনে এ সংখ্যা দাঁড়ায় ৫০০ জনে। ১১ জুন, অর্থাৎ ৮৫তম দিনে এখানে সংক্রমণের সংখ্যা হাজার ছাড়ায়। দেড় হাজার রোগীর সংখ্যা ছাড়ায় ১৬ জুন, অর্থাৎ ৯০তম দিনে। আর দুই হাজার রোগীর সংখ্যা ছাড়ায় ২০ জুন, ৯৪তম দিনে। আড়াই হাজার ছাড়ায় ২২ জুন, ৯৬তম দিনে। তিন হাজার ছাড়ায় ২৫ জুন, ৯৯তম দিনে। ২৭ জুন ১০১তম দিনে রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়ায়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি