December 22, 2024, 10:21 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াতে কিস্তির টাকা আদায়ে এনজিওগুলোকে কঠোর মনোভাব পরিহার করতে নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথারিটি থেকে প্রাপ্ত একটি চিঠির আলোকে এ সংক্রান্ত পূর্বের একটি সার্কুলার নতুন করে জারি করা হয়েছে জেলা প্রশাসন থেকে।
ইস্যুুকৃত নোটিশে বলা হয়েছে এনজিও সমূহ ৩০ সেপ্টেম্বের পর্যন্ত কিস্তি আদায়ে কঠোর হতে পারবে না। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পূর্বাপর পরিচালনা করতে পারা যাবে। এনজিও কর্মীরা ঋণ আদায় করতে ফিল্ডেও যেতে পারবেন। তবে এক্ষেত্রে ঋণগ্রহীতা তার সামর্থ্য অনুযায়ী কিস্তির টাকা প্রদান করবেন। এখানে এটা এনজিওগুলোকে মেনে নিতে হবে। কোন রকম জোর জবরদস্তিতা করা যাবে না। ৩০ সেপ্টেম্বের পর্যন্ত এই নিদের্শনা প্রতিপালিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটির বিষয়ে অবগত রয়েছেন বলে জানান জেলার বেশ কয়েকজন এনজিও নিবার্হী। কুষ্টিয়ার বৃহত্তর এনজিও সেতুর নির্বাহী পরিচালক এম এ কাদের জানান তার এনজিও বিষয়টি পুরোপুরিভাবে মেনে চলছে।
“কোথাও কোন জোরাজুরি নেই। এটি ক্ষুদ্রঋণ পরিসেবা। যে পরিসেবাটি প্রদান করা হচ্ছে সরকারী অর্থেই,” বলেন এম এ কাদের।
তিনি জানান ক্ষুদ্রঋণ নিয়ে পরিশোধ করতে পারছেন না এমন অনেককেই তার প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তার আওতায় আনা হয়েছে।
বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান জানান এনজিওগুলোও তো সরকারের থেকে অর্থ ঋণ নিয়েই সাধারন পর্যায়ে ঋণ দিচ্ছে। সুতরাং দেশের পরিস্থিতি তাদেরেকেও উপলব্ধি করতে হবে।
Leave a Reply