December 22, 2024, 10:02 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আরো ৩৭ করোনা শনাক্ত হলো। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬১। ২৮ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য এটি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) তাপস কুমার সরকার জানান ২৮ জুন মোট ২৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৯৭, মেহেরপুর ৭, নড়াইল ৭৮) মধ্যে কুষ্টিয়া জেলায় মোচ ৩৭ শনাক্ত হয়।
এদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৯ জন, কুমারখালী উপজেলায় ১০ জন, ভেড়ামারা উপজেলার ৪ জন ও দৌলতপুর উপজেলায় ৪ জন মোট ৩৭ জন।
ওদিকে অন্য জেলার মধ্যে নড়াইলে ১২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া নড়াইল জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের মধ্যে হাউজিং ২ জন, ঈদগাপাড়া ১ জন, চৌড়হাস ২ জন, স্টেডিয়াম পাড়া ২ জন, কাস্টমস মোড় ২ জন, ফায়ার সার্ভিস ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, কোর্টপাড়া ২ জন, হরিশংকরপুর ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন, কালিশংকরপুর ১ জন, ডি ব্লক, হাউজিং ১ জন, বারখাদা ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে ফকিরাবাদ ১ জন, কুছিয়ামোড়া ১ জন, ১৬ দাগ ২ জন।
Leave a Reply