December 22, 2024, 9:04 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনার ১১১ দিনে খুলনা বিভাগের ১০ জেলায় ১১১ দিনে আক্রান্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে বিভাগের ১০ জেলায় যত রোগীর সংখ্যা তার ৪৩ শতাংশ শুধু খুলনা জেলারই। খুলনায় এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৯৮ জন। পুরো বিভাগ জুড়ে এটিই সর্বোচ্চ।
বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে বাগেরহাটে ১৮০ জন, সাতক্ষীরায় ১৭২ জন, যশোরে ৪৯০ জন, ঝিনাইদহে ১৭০ জন, মাগুরায় ৯৭ জন, নড়াইলে ১৩৪ জন, কুষ্টিয়ায় ৫৩৬ জন, চুয়াডাঙ্গায় ২০৮ জন ও মেহেরপুরে ৫৯ জন।
এ বিভাগে করোনায় মোট ৫১ জন মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ১৯ জন এবং কুষ্টিয়া, যশোর ও নড়াইলে ৬ জন করে রয়েছেন। এ ছাড়া মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ৩ জন এবং ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় ২ জন করে রোগী মারা গেছেন।
সাতক্ষীরায় কোনো করোনা রোগী মারা যাননি।
বিভাগের ১০ জেলায় মোট সুস্থ্য হওয়ার সংখ্যা ৮৩৫।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান সপ্তাহ ধরে খুলনা বিভাগে করোনায় সংক্রমণের হার বেশ দ্রত উঠছে। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনা জেলায়। খুলনার তিনটি এলাকাকে তাই কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এরপরই আছে কুষ্টিয়া জেলা। এখানেও শনাক্ত ক্রমেই বাড়ছে।
গত বৃহস্পতিবারও আক্রান্তের পরিমাণ ৩৬, শুক্রবারে আরো ৩৯ জন। জেলায় ৪১টি এলাকা রেড জোন ঘোষিত।
Leave a Reply