December 22, 2024, 9:11 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোর সদর উপজেলায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়েছেন।
নিহতের নাম নজরল ইসলাম নজু কাজী (৫৫)। শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নজু কাজী ওই এলাকার গণি কাজীর ছেলে।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই রাজ্জাক পলাতক রয়েছেন।
নিহত নজুর ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, জমি-জমা নিয়ে ছোট চাচা রাজ্জাকের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। সকালে নিজ বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ড শুর হয়। একপর্যায়ে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে একটি দা দিয়ে তার বাবার গলায় কোপ দেন। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) পরিদর্শক সুমন কুমার ভক্ত বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নজু খুন হয়েছেন। অভিযুক্ত রাজ্জাককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply