December 30, 2024, 10:49 pm
এম আর পলল/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৬ জুন সন্ধ্যা পর্যন্ত সর্বমোট কারোনা রোগী দাঁড়ালো ৫৩৬ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ জুন মোট ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৭২ টি নমুনা ছিল।
এদের মধ্যে নতুন করে ৩৯ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়া ৭ জনের রিপোর্ট ফলোআপ পজেটিভ হয়েছে।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৮ জন, সদর উপজেলায় ২৩ জন, কুমারখালীতে ৫ জন, মিরপুরে ৩ জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৩ জনের মধ্যে উকিলপাড়া ১, হাসপাতাল কোয়ারটার ১, ঝাউতলা ১,জেনারেল হাসপাতাল ১, মঙ্গলবাড়িয়া ১, বেলঘরিয়া ১, আদর্শপাড়া ১,আড়ুয়াপাড়া মসজিদবাড়ি লেন ২, আড়ুয়াপাড়া ১, ফুলতলা ২ , উত্তর আমলাপাড়া ২, কালিশঙ্করপুর ৩, হাউজিং ১,পুলিশ লাইন ১, হরিনারায়নপুর ৪জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে জগন্নাথপুর ২, শিলাইদহ ১,পুটিয়া ১, গরুরিয়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে বালুডাঙ্গা ১, মহিশকুন্ডি ২, সোনাইকুন্ডি ১, ওয়ালটন প্লাজা ১,পাকুরিয়া ৩ জন। মিরপুরে আক্রান্ত ৩ জনের মধ্যে সোনালী ব্যাংক পোড়াদহ ১, উত্তর কাটদহ ১, বাড়ুইপাড়া ১ জন।
নতুন আক্রান্তের মধ্যে পুর“ষ ৩০ জন, মহিলা ৯ জন।