October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১২ টার সময় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া মাসুদের দোকানের সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে স্বপন শেখ (৩২) ও শৈলকুপার ঝাউদিয়া গ্রামের মৃত মোশাররফ শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ (৩০)কে গ্রেপ্তার করে খোকসা থানা পুলিশের এসআই আরিফুল ইসলাম।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন বলেন, শুক্রবার দুপুরে গ্রেফতার দুজনকে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।