December 22, 2024, 2:53 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর থানার একটি নাশকতা মামলায় আটক কুষ্টিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লবকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানার এসআই মনির উদ্দিন দুপুর আড়াইটার দিকে আইলচারা বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা বিপ্লবকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ ফেব্রæয়ারি সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড়ে নাশকতার উদ্দেশ্যে অবস্থান করা কয়েকজনকে আটক করেছিলো কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এ সময় অন্য আসামীরা পালিয়ে গিয়েছিলো। বিপ্লবও পলাতকদের একজন।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় ওই দিনই একটি মামলা দায়ের হয়।
মঙ্গলবার রাতে তাকে কুষ্টিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
Leave a Reply