December 22, 2024, 10:10 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় সর্বমোট ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৩ জুন কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য এটি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৪৬১।
২৩ জুন কুষ্টিয়ার মোট ১২৮ নমুনার ফলাফল পাওা যায়। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন ও মিরপুর উপজেলায় ১ জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা হরিনারায়নপুর ১, পূর্ব মজমপুর ১, চৌরহাস ফুলতলা ৪, আড়ুয়াপাড়া ৩, থানাপাড়া ১, টাউন হল লেন১,নারিকেলতলা ১,কাসিন্দাপাড়া ১,র্যাব ম্প ১, হাটশ হরিপুর ১, দহকুলা ১, এসিবি রোড ১, বড়গ্রাম ১,কালিশঙ্গকরপুর১,পুলিশ হাসপাতাল ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি বাখই ও মহব্বতপুর। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে মহিষকুন্ডি ৪ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি আমলা। আক্রান্তের মধ্যে পুরুষ ২৭ ওমহিলা ৫ জন।
এখন পর্যন্ত উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা হলো দৌলতপুর ৬১, ভেড়ামারা ৬৪, মিরপুর ৩৬, সদর ২২২,কুমারখালী ৫৭, খোকসা ২১
এদিকে আগামীকাল ২৫ জুন থেকে কুষ্টিয়া পৌরসভার আওতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ঔষুধ ও জরুরি পরিসেবার বাইরে সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বুধাবার জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
সভার সিদ্ধান্তের মধ্যে রয়েছে কুষ্টিয়া পৌরসভা এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ঔষুধ ও জরুরি পরিসেবার বাইরে সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। জনসমাগমও নিয়ন্ত্রিত হবে, নিয়ন্ত্রন করা হবে সকল প্রকার যান চলাচল।
কুষ্টিয়া সদর উপজেলা নিবার্হী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির অব্যাহত অবনতির কারনে করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুষ্টিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩৪। মারা গেছে ৬ জন। আজ (বুধবার, জুন ২৪) মারা গেছেন দুজন।
জেলা প্রশাসনের ও জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন সুত্র জানাচ্ছে কুষ্টিয়াতে মানুষ করোনা প্রতিরোধের কোন নিয়ম কানুনই মানছে না। কঠোর হয়েও তাদেরকে নিয়ন্ত্রন করা যাচ্ছে না।
তবে কাল থেকে প্রশাসন াআরো বেশী কঠোর হবে বলে সদর ইউএনও জানান।
এদিকে জেলা প্রশাসক আসলাম হোসেন দুপুরে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে ভোর ০৬.০০ টা হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে যেমন -মুদি, কাঁচামাল, ঔষধ, মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ, পশুখাদ্য,মৎস্যখাদ্য, সার-বীজ, কীটনাশক এর দোকান ব্যতীত অন্য সকল দোকানপাট বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বিকাল ০৪.০০ টার মধ্যেই বন্ধ করতে হবে।
এতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে কৃষিপণ্য ও রপ্তানীমুখী পন্য উৎপাদন, পরিবহন করা যাবে। বাকি সকল কর্মকান্ড বন্ধ থাকবে।
অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তা বের না হতে বলা হয়েছে।
বলা হয়েছে এই সকল নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply