January 15, 2025, 11:15 am
হুমায়ূন কবির, খোকসা/
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কুষ্টিয়ার আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন মারা গেছে খুলনায়। অন্যজন কুষ্টিয়ায় নিজ বাড়িতে। দুজনেই করোনা পজিটিভ ছিলেন।
গতাকল মঙ্গলবার রাতে একজন ও আজ (২৪ জুন) বুধবার ভোরে অন্যজন মারা যান।
মারা যাওয়া দুজন হলেন কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ার বাসিন্দা আকবর আলী (৬৫) ও বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম (৫০)।
জেলা সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম সকালে বলেন, মারা যাওয়া দুজনই করোনা পজিটিভ ছিলেন। আকবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত সাড়ে ১২টায় মারা যান। আর আসাদুল নিজের বাড়িতে আজ (বুধবার) ভোরে মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ছয়জনের মৃত্যু হলো।
আকবর আলী গত সোমবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলেসন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
গতকাল অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনা ওয়ার্ডে ভর্তির কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
আসাদুল ১৩ জুন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। নিজ বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার ভোরে তিনি মারা যান।
Leave a Reply