December 22, 2024, 4:23 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক কৃষককে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
নিহত কৃষকের নাম আবুল শাহর (৫৫)। তিনি পেশায় কৃষক।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান প্রত্্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে জানান সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহর বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশী মইজুদ্দিন শাহর সঙ্গে তার কথা কাটকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে মইজুদ্দিন ধারালো হাসুয়া দিয়ে আবুল শাহর পেটে আঘাত করে। এতে আবুল শাহর পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ জুন) তার মৃত্যু হয়।
ওসি ঘটনার আদোপান্ত জানেন না বলে জানান। তিনি জানান এখনও কোন পক্ষ মামলা করেনি।
এদিকে ঘটনার পর পরই হামলাকারী মইজুদ্দিন শাহ্সহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
হামলাকরী মইজুদ্দিন শাহ একই এলাকার রতন শাহ ছেলে।
Leave a Reply