December 21, 2024, 9:58 pm
হুমায়ুন কবির/
২০১৯-২০ অর্থবছরের এডিপির অর্থায়নে জেলার খোকসা উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ১৫৩ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের তত্বাবধানে এলজিইডির অধীনে ৪ লক্ষ ৩৬ হাজার ৫০ টাকা ব্যয়ে ২২ টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে বেঞ্চ বিতরণ করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) রাজিবুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হক ও এলজিইডির আব্দুস সালাম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
Leave a Reply