দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে জাপান টোবাকোকে জরিমানা করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত এক অভিযানে এই টোবাকো কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে ২২ জুন সোমবার।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক এর লিখিত অভিযোগের ভিত্তিতে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এর মেহেরপুর শাখা ধারাবাহিকভাবে সিগারেট পানের প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত লিফলেট, স্টিকার, ডিসপ্লে বোর্ড, ব্যানার দোকানে দোকানে সরবরাহ ও প্রচারে উদ্বুদ্ধ করার অভিযোগে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১)(ক) ধারার অপরাধে দোষ স্বীকারোক্তি সাপেক্ষে ১০০০০ টাকা অর্থদন্ড প্রদান করে। কোম্পানীর মেহেরপুর শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান এই টাকা পরিশোধ করেন।
এ সময় প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত লিফলেট, স্টিকার, ডিসপ্লে বোর্ড, ব্যানার জব্দ করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি