December 22, 2024, 3:56 pm
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলমান করোনার এ বৈশ্বিক সঙ্কটে আমাদের সকল স্বাভাবিক কার্যক্রমই ব্যহত হচ্ছে। এই সময়টিতে আমরা কি করে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন অনেক সংকটে কিছু সম্ভাবনাও খুঁজে পাওয়া যায়। বর্তমান অবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমাদের একসময় যেতেই হবে- সে ভাবনা আমাদের ছিল এবং সে লক্ষ্যে প্রস্তুতিও চলছিল। বিশ্ব যতই চতূর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে ততই আমাদের এসব বিশেষ দক্ষতা অর্জন জরুরি হয়ে পড়েছে। তবে হঠাৎ করে করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হচ্ছে ফলে আগামী কয়েক বছরের মধ্যে যা আমরা করতে চেয়েছিলাম তা এখনি শুরু করতে হচ্ছে।
শিক্ষামন্ত্রী শনিবার দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১০ হাজার শিক্ষককে বিনামূল্যে অনলাইনে ক্লাস নেওয়ার পদ্ধতিগত ও প্রযুক্তিগত প্রশিক্ষণ উদ্যোগের উদ্ধোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
আর্ন্তজাতিক প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট এই প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণার্থী ১০ হাজার শিক্ষক এরই মধ্যে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবদুল করিম, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। যুক্তরাষ্ট্র থেকে যোগ দেন কোডার্সট্রাস্টের কো-ফাউন্ডার ও ইউটিসি অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা আজিজ আহমদ।
এছাড়াও ছিলেন, কোডার্সট্রাস্ট বাংলাদেশ’র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবদুল হালিম, শিক্ষাডটকম এর সম্পাদক সিদ্দিকুর রহমান খান এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানি।
শিক্ষাডটকম এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
উদ্বোধনের পর প্রথম দিনেই তিনটি ব্যাচে ১৫০ জন শিক্ষক প্রশিক্ষণ নেন।
Leave a Reply