দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনের দিনই সারাদেশে এক কোটি চারা বিতরণের পরিকল্পনা ছিল বন বিভাগের। এ সংক্রান্ত কর্মসূচি আগামী ৩০ জুনের মধ্যে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। এছাড়া নিয়মিত কর্মসূচির আওতায় চলতি বছর আরও ৮ কোটি ২৫ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
সাধারণ মানুষ, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, জেলা প্রশাসকের অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকে এই গাছ লাগানো কর্মসূচির আওতায় আনা হবে। বন বিভাগ এই গাছের চারা সরবরাহ করবে।’
একটি উপজেলায় ২০ হাজার ৩০০টির মতো চারা বিতরণ করা হবে। প্রত্যেক উপজেলায় একটি করে পরিবেশ ও বন উন্নয়ন কমিটি আছে। এ কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটিতে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য সংস্থার লোকজন সদস্য হিসেবে রয়েছেন। এই কমিটিই ঠিক করবে কাদের চারা বিতরণ করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি