হুমায়ৃন কবির/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রথম বারের মত তিন করোনা আক্রান্তকে করোনা মুক্তির ছাড়পত্র দিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। এরা তিনজনই ঢাকা থেকে উপজেলায় আসা গার্মেন্টস কর্মী।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে সকল ডাক্তারদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে প্রথম করোনা জয়ি আরিফুল, সমফিজ উদ্দিন ও শুকুর আলী তিনজনকে ছাড়পত্র প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ পর্যন্ত উপজেলায় মোট ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে প্রথমেই একজন পুলিশ সদস্য ঢাকাতে চলে যায়। ৯ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ভবনের আইসোলেশন বিভাগে চিকিৎসারত আছে। বাকি ৮ জন তাদের নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি