December 22, 2024, 12:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ১৮ জুন সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট দাঁড়ালো ৩০৭।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৮ জুন কুষ্টিয়ার ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। পজিটিভ পাওয়া যায় ৩৪টি। এর মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ২৬ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, মিরপুর উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসা ১ জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৬ জনের মধ্যে রয়েছে ২ জন সরকারী ব্যাংক কর্মকর্তা, ১ জন বেসরকারী ব্যাংক কর্মকতা, ২ পুলিশ, গোশালা রোডের ২ জন, কালিশংকরপুরের ৩ জন, কুঠিপাড়ার ১ জন, জেনারেল হাসপাতালের ২ জন, বড়বাজরের ১ জন, চরপাড়ার ১ জন, চৌরহাস ৩ জন, গোরস্থান পাড়া ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, ফুলতলা ১ জন, থানাপাড়া ২ জন, পুর্ব মজমপুর ১ জন, এস,বি ঘোষ লেন (আড়ুয়াপাড়া) ১ জন, ঝাউদিয়া বংশীতলা (কমলাপুর) ১ জন । ।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, চরাইকোলের ১ জন ও কুমারখালী পৌরসভার ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ইসলামি ব্যাংক, পোড়াদহ। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ১ জন বৈরাগীর চর একজন মরিচাার। খোকসা উপজেলায় আক্রান্ত জনের বাড়ি শোসমশপুর।
এদিকে একই ল্যাবে মেহেরপুরের ২৮, চুয়াডাঙ্গার ৪৬ ও ঝিনাইদহের ৬৩ নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৫ জন ও ঝিনাইদহ জেলায় ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
Leave a Reply