এসএম শামীম রানা/
কুষ্টিয়া শহরে এপি লিমিটেড নামে একটি নকল হোমিও ওষুধ প্রস্তুত করাখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে শহরের বাবর আলী গেট এলাকায় ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঐ কারাখানায় তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নকল হোমিও ওষুধ তৈরি ও বাজারজাত করছিল।
কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।
অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ কারখানা মালিক তৌহিদুল ইসলামকে আটক করা হয়। সেখানে আদালত বসিয়ে তৌহিদুল ইসলামকে ৩ মাসের কারান্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান জানান, ওষুধ প্রস্তুতের ব্যাপারে তৌহিদুল ইসলামের কোন বৈধ কাগজপত্র নেই। তিনি নকল ওষুধ তৈরি ও বাজারজাত করে দীর্ঘদিন থেকে জনগনকে ঠকিয়ে আসছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি