December 21, 2024, 8:41 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের কোভিড-১৯ রেড জোন ঘোষিত এলাকাসমুহে ১৮ জুন থেকে লকডাউন কার্যকর করার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ইতোমধ্যে এলাকাসমুহে পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ম্যাপিং শেষ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে রেড জোন এলাকাগুলোতে সর্তকতামূলক ঘোষণা চালানো হয়।
এই লকডাউন টানা চলবে ২১ দিন।
শহরের যেসকল এলাকা লকডাউনের আওতায় আসছে সেগুলো হলো :
✓১নম্বর ওয়ার্ড – কমলাপুর, থানাপাড়া আংশিক
✓২ নম্বর ওয়ার্ড – কুঠিপাড়া, থানাপাড়া আংশিক
✓৫নম্বর ওয়ার্ড – আদর্শ পাড়া, চৌড়হাস ক্যানাল পাড়া, র্কোটপাড়া আংশিক
✓৬ নম্বর ওয়ার্ড -হাউজিং ব্লক এবিসি ডি-বøক আংশিক
✓৭ নম্বর ওয়ার্ড – কালিশংকরপুর
✓১৮নম্বর ওয়ার্ড – উদিবাড়ি, মজমপুর
✓২০ নং ওয়ার্ড- চৌড়হাস আংশিক জগতি মন্ডলপাড়া কুমারগাড়া, চেচুয়া।
( হাইওয়ে ব্যতীত রেড জোন ভুক্ত প্রত্যেক ওয়ার্ডের অলিগলির সব রাস্তা-ই বন্ধ থাকবে। রেড জোনে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ থাকবে, সাধারণ ছুটিও থাকবে।
বুধবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এসময় তারা জনগনের সাথে সরাসরি কথাও বলেন। রেড জোন ও লকডাউন নিয়ে কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী দৈনিক কুষ্টিয়াকে ফোনে বলেন জনগনের মধ্যে পরিস্থিতির ভয়াবহতা সর্ম্পকে ধারনা না এলে এ রেড জোন-লকডাউন কোন মুল্যই বহন করবে না। জনসাধারনের সচেতনতা খুবই বলে মনে করেন এই কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন চেষ্টার সামান্য কোন ফাঁক রাখা হচ্ছে না। এখন বাদবাকী নির্ভর করছে জনগনের উপর। তবে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।
Leave a Reply