December 21, 2024, 10:13 pm
দৈনিক কুষ্টিয়্রা প্রতিবেদক/
শেষ পর্যন্ত কপি রাইট মামলায় রায় গেছে শেখ আব্দুল হাকিমের পক্ষে। রায়ে দাবি করা মাসুদ রানা সিরিজের ২৬০টি এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে কপিরাইট স্বত্ব পেতে যাচ্ছেন শেখ আবদুল হাকিম। রবিবার এই রায় দেন বাংলাদেশ কপিরাইট কার্যালয়।
বাংলাদেশের আনাচে কানাচে, দেশের বাইরেও জনপ্রিয় এই মাসুদ রানা’ সিরিজটি নিয়ে বির্তক শুরু হয় সম্প্রতি। এর স্রষ্টা লেখক কাজী আনোয়ার হোসেন। যিনি কর্ণধার সেবা প্রকাশনী নামের প্রতিষ্ঠানের যেখান থেকেই প্রকাশিত হয় এই সিরিজটি। কিন্তু এই প্রকাশনীরই লেখক শেখ আবদুল হাকিম যিনিও পরিচিত ওয়ের্স্টান সিরিজ লিখে।
২০১৯ সালের ২৯ জুলাই মামলা করেন শেখ আবদুল হাকিম। তিনি ছাড়াও মাসুদ রানার আরেক লেখক ইফতেখার আমিনও কপিরাইট আইনে মামলা করেছেন মাসুদ রানার স্বত্ব নিয়ে। ১৯৬৬ সাল থেকে সেবা প্রকাশনীতে লেখক হিসাবে কাজ করেছেন শেখ আবদুল হাকিম।
তিনি কপিরাইট অফিসে অভিযোগ করেন, এ পর্যন্ত কুয়াশ সিরিজ ও মাসুদ রানা সিরিজের ২৬০টি বই তিনি লিখেছেন, যা কাজী আনোয়ার হোসেনের নামে ছাপা হয়েছে। এর অনেকগুলো বই এখন পুনর্মুদ্রণ করা হচ্ছে। কিন্তু লেখক হিসাবে তিনি কোন রয়্যালটি পাচ্ছেন না।
Leave a Reply