December 22, 2024, 12:16 pm
একটি দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে জেলা সদরের ৮টি হাসপাতালেই কোনও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। কেবল সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ও খুলনা ডায়াবেটিক হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ’র ব্যবস্থা করা হয়েছে।
এসব জেলাগুলোর কোন ব্যক্তিকে আইসিইউ সুবিধা পেতে কাছাকাছি জেলার আইসিইউ’র জন্য গড়ে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার থেকে ৬৯ দশমিক ৮৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। কোনও কোনও জেলা থেকে এই পথে রয়েছে এমনকি দুর্গমপথও। এত পথ পাড়ি দিয়েও এসব জেলার মানুষ জানেন না, গন্তব্যে পৌঁছে গিয়ে আইসিইউ পাবেন কিনা।
দেশের অন্যতম বৃহত্তর বিভাগ খুলনা। বিভাগের ১০ জেলায় মোট জনসংখ্যা ১ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ৭৫৯ জন। বিভাগের ১০ জেলার মধ্যে আট জেলায় আইসিইউ বেডের কোনও ব্যবস্থা নেই। এই আট জেলায় ১ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৮৫৪ জনসংখ্যার বসবাস। এ বিভাগের যেসব জেলায় আইসিউই নেই, সেগুলো হলো— বাগেরহাট, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, নড়াইল ও মাগুড়া। এ জেলাগুলোতে ১৩ জুন দুপুর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল ৯০৮ জন এবং মারা গেছেন ১২ জন।
আবার আট জেলার মধ্যে মেহেরপুর ও কুষ্টিয়ার রোগীদের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ খুলনা বা সাতক্ষীরার চেয়ে কাছাকাছি।
তথ্য বলছে, খুলনা জেলায় ১৩ জুন দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪২ জন, মারা গেছেন ৪ জন এবং সাতক্ষীরা জেলায় আক্রান্ত ৬৮ জন, তবে এই জেলায় কেউ মারা যাননি বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। কুষ্টিয়ায় মোট শনাক্ত হয়েছে ২২৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশের জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক দাতাসংস্থা ও সরকারি অর্থায়নে এসব হাসপাতালে ক্রমান্বয়ে আইসিইউ বেড স্থাপন করা হবে।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলার স্বাস্থ্য বিভাগ বলছে এখানে আইসিইউ সুবিধার চেয়ে বেশী প্রয়োজন একটি কেন্দ্রীয়
অক্সিজেন প্ল্যান্ট এটি হলেই বেশী রোগীকে চিকিৎসা সেবা দেয়া সম্ভব।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান এখানে আইসিইউ সেবা দেয়ার জন্য সিস্টেমটি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামো একেবারেই নেই। এটা দ্রæততম সময়ে করে ফেলাও অসম্ভব একটি কাজ। তাছাড়া আইসিইউ চালানোর মতো দক্ষ জনবলও নেই।
ডাক্তার তাপস পারামর্শ দেন জেলায় যে ধরনের রোগী পাওয়া যাচ্ছে তাতে এখানে কেন্দ্রীয় অক্্িরজের প্লান্ট হলেই বেশী ভাল হয়। তিনি জানান কেন্দ্রীয় অক্্িরজেন প্লান্ট স্থাপনের কাজটি প্রক্রিয়াধীন।
এ বিষয়ে দৈনিক কুষ্টিয়ার সাথে আলাপকালে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানালেন কুষ্টিয়ার পুরো স্বাস্থ্যসেবাকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে যা যা প্রয়োজন সকল উদ্যোগই জেলাবাসীর জন্য নেয়া হবে। জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে সেখানে একটি কেন্দ্রীয়
অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি জানান তিনি সর্বক্ষন জেলার স্বাস্থ্য বিষয়ে খোঁজ রাখছেন।
Leave a Reply