December 22, 2024, 5:14 pm
হুমায়ুন কবির/
জেলার খোকসায় নতুন করে দারাগ আলী (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ জন। আক্রান্ত বাকি ১২ জনের মধ্যে এক জন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি রয়েছে এবং অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৩ জুন ২০২০) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে।তার বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামের দেলোয়ার আলীর ছেলে ।
জানা গেছে, ৫/৬ দিন আগে ঢাকা থেকে তিনি বাড়ীতে আসে বেশ কিছু উপসর্গ তার মধ্যে দেখা দেওয়ায় শুক্রবার তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোকসা থেকে মোট ১১ টা নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে শনিবার বিকেল পাঁচটায় এক জনের করোনা আসে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জহুরুল আলম জানান, তার বাড়ি লকডাউন করা হয়েছে। আগে থেকেই সে বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ ছিল।
Leave a Reply